দেশজুড়ে

ধর্ষণের হাত থেকে বাঁচতে মাদ্রাসাছাত্রীর নদীতে ঝাঁপ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নরসিংদীতে বখাটেদের হাত থেকে বাঁচতে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পেল ১০ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার দক্ষিণ চরভাসানিয়ায় এ ঘটনা ঘটে। সে গোপালদী দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকে আসামি পক্ষের অব্যাহত হুমকিতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীর পরিবার।

জানা যায়, প্রায় কয়েক মাস ধরে একই এলাকার জালাল মিয়ার ছেলে মোক্তার ওই মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তারা ওই মেয়েকে কুপ্রস্তাবসহ নানান হুমকি দিয়ে আসলেও ভয়ে তারা কারো কাছে নালিশও করতে পারছিল না। গত মঙ্গলবার বিকালে মেয়েটি আড়াইহাজার থানার গোপালদী থেকে প্রাইভেট পড়ে নৌকায় করে চরভাসানিয়া ঘাটে এসে নামলে মোক্তার (২৫) সিফাত (২৬), ইব্রাহীম(২৮) তার পথরোধ করে। এক পর্যায়ে বখাটেরা মেয়েটিকে জোর করে নৌকায় তুলে নেয়।

পরে সে নিজেকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ বিষয়ে বখাটেদের বিরুদ্ধে মাধবদী থানায় অভিযোগ দায়ের করেন তার মা কহিনুর বেগম। অভিযোগের পর থেকে মোক্তার ও তার সন্ত্রাসী বাহিনী ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

এদিকে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, তারা ওই এলাকায় থাকাকালেই মোক্তারের দলবলেরা ওই মেয়ের পরিবারের লোকজনকে পাকড়াও করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী পরিবারটি প্রাণের ভয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্যের আশ্রয়ে রয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Close
Close