বিশ্বজুড়ে

বাঘের হামলায় এক চিড়িয়াখানার কর্মীর মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: চিলির রাজধানী সান্টিয়াগো থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে রানকাগুয়া শহরে বাঘের হামলায় এক চিড়িয়াখানার কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) দেশটির এক সাফারি পার্কে এ দুর্ঘটনা ঘটে। সেখানে পরিচ্ছনন্নতাকর্মীর দায়িত্ব পালন করতেন নিহত নারী।

পার্কটিতে সাধারণত মুক্তভাবেই ঘোরাফেরা করে প্রাণীরা। তবে নির্দিষ্ট কিছু জায়গায় যাতায়াতের সুযোগ নেই। বাইরে গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় পর্যটকরা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার দিন বাঘের খাঁচার দরজা খোলা ছিল। ওই নারী পরিচ্ছন্নতাকর্মী না জেনেই প্রতিদিনের মতোই কাজে যান। তখন তার ঘাড়ে হামলা করে বাঘটি। নিছক দুর্ঘটনা নাকি কেউ ইচ্ছাকৃতভাবে খাঁচার দরজা খোলা রেখেছে এই বিষয়ে তদন্ত করছে দেশটির পুলিশ।

/আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close