বিশ্বজুড়ে

বাজি ধরে ৪১ ডিম খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মজার করার জন্য দুই বন্ধু বাজি ধরেছিলেন। বলা হয়, ৫০টি ডিম খেতে পারলে দুই হাজার টাকা দেওয়া হবে। সঙ্গে এক বোতল মদও খাওয়ার কথা বলা হয়। এরপর ৪১টি ডিম খাওয়ার পর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান সুভাষ যাদব নামের ওই ব্যক্তি। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। সেখানেই মৃত্যু হয় তার।

ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের বিবিগঞ্জ বাজারে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ৪২ বছরের সুভাষ ট্র্যাক্টর চালাতেন। শুক্রবার বিবিগঞ্জ বাজারে বন্ধুর সঙ্গে ডিম খেতে গিয়েছিলেন। সেখানে কথায় কথায় কে ক’টা ডিম খেতে পারে এই নিয়ে কথা শুরু হয়। এরপরই দুইজন বাজি ধরে। বাজির শর্ত ছিল ৫০টি ডিম ও এক বোতল মদ খেতে পারলে দুই হাজার টাকা দেওয়া হবে।

সুভাষ বাজিতে রাজি হয়ে ডিম খেতে শুরু করে। ৪১টি ডিম খেয়েও ফেলেছিলেন তিনি। তবে ৪২ নম্বর ডিমটি মুখে নেওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন সুভাষ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Close
Close