খেলাধুলাপ্রধান শিরোনাম

বাজে রেফারিংয়ের কাছে হারল বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে বাজে রেফারিং নিয়েই আলোচনা বেশি হচ্ছে।

ক্রিকেটে ভারত ও বাংলাদেশের ম্যাচে প্রায়ই বিতর্কিত আম্পায়ারিংয়ের জন্য ক্রিকেট সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয়ে আইসিসিকে। এবার ফুটবল ম্যাচও রেহাই পেল না। সমালোচিত হচ্ছে ম্যাচের রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত। তবে অবাক করা বিশ্ব বিতর্কিত সবকয়টি সিদ্ধান্তই বাংলাদেশের বিপক্ষে গিয়েছে।

ম্যাচের ২০ সেকেন্ডের মাথায়ই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। মাঠের বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছিল লেফট উইঙ্গার ইব্রাহিম। তবে তাকে বক্সের মধ্যে ফেলে দেন ভারতের রাহুল ভেকে। তাকে বেআইনিভাবে ফাউল করা হলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজায়নি।

এরপর ৮ মিনিটে আবারও আক্রমণে উঠে বাংলাদেশ। এবারও ভেকের অবৈধ ফাউলের শিকার হয় বাংলাদেশ শিবির। এবারও পেনাল্টি দেননি রেফারি। এ দুইবারই টিভি ধারাভাষ্যকেরা রেফারির সমালোচনা করেন।

এরপর ৪২ মিনিটে সাদ উদ্দিনের দুর্দান্ত গোলে  এগিয়ে যায় বাংলাদেশ। জামাল ভুঁইয়ার মাপা ফ্রি কিক থেকে হেডে গোল দেন তিনি। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। তবে খেলা শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে হৃদয় ভাঙ্গে জামাল ভূঁইয়াদের।  আদিল খানের গোলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় তাদের।

 

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close