দেশজুড়ে

বান্দরবানে আম আকৃতির ডিম পাড়ছে মুরগি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরে উপ-সহকারী কর্মকর্তার একটি মুরগি ঠিক আমের মতো ডিম পাড়ছে।

উপজেলার চম্পাতলী এলাকায় প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজার বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে ডিমের এই অদ্ভুত আকৃতি দেখে মালিকসহ হতবাক স্থানীয়রা। আর এই ডিম দেখতে প্রতিদিনই তার বাসায় ভিড় জমাচ্ছেন লোকজন।

শনিবার (১৬ মে)সকালে পালিত মুরগির দুইটি ডিমের ছবি ফেসবুকে পোস্ট করেন মহসীন রেজা। ডিমগুলো আমের মতো দেখায় মুহূর্তেই ভাইরাল হয়।

মোহাম্মদ মহসীন রেজা বলেন, বাসায় বেশকিছু মুরগি লালন-পালন করি, তার মধ্যে এই মুরগিটির বয়স এক বছর। মুরগিটি শুরুতে স্বাভাবিক ডিম দিলেও গত দুইদিন থেকে ঠিক আমের মতো ডিম দিচ্ছে। সকালে উঠে মুরগির ঘরটিতে ডিমগুলো দেখে নিজেও হতবাক হয়েছি। তবে কুসুম অন্যান্য ডিমের মতো স্বাভাবিক। মুরগিটি এ পর্যন্ত এ ধরনের চারটি ডিম পেড়েছে।

তিনি আরো বলেন, অদ্ভুত আকৃতির ডিমগুলো গবেষণার জন্য ঢাকায় প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হবে। এছাড়া বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close