দেশজুড়েপ্রধান শিরোনাম

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোট আগামী ১৪ ফেব্রুয়ারি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি সারাদেশের ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ১৭ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে। ১৯ জানুয়ারি বাছাই, আর প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি।

এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close