দেশজুড়েপ্রধান শিরোনাম

বাবা-মাকে মারধর, ছেলেকে দেড় বছরের কারাদন্ড দিল ভ্রাম্যমান আদালত

ঢাকা অর্থনীতি ডেস্ক: কিশোরগঞ্জে মা-বাবাকে মারপিটের অপরাধে মো. বক্কর (২০) নামে এক যুবককে এক বছর ছয় মাস  কারাদন্ড এবং ৫শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল এই দণ্ডাদেশ দেন। পরে মো. বক্করকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত মো. বক্কর কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চুকিনগর গ্রামের হাজী আব্দুল খালেক সরকারের ছেলে।

এর আগে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ বাবা, মা ও বড় ভাইকে মারপিটের অভিযোগে মো. বক্করকে চুকিনগর গ্রাম থেকে আটক করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, বক্কর নেশার টাকার জন্য প্রায়ই তার মা, বাবা ও বড় ভাইকে মারপিট করতো। বুধবার (১৪ আগস্ট) দুপুরে একই ভাবে সে তার মা, বাবা ও বড় ভাইকে মারপিট করে।

খবর পেয়ে পুলিশ চুকিনগর গ্রামে গিয়ে বক্করকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মা-বাবাকে মারপিটের অপরাধে তাকে দেড় বছর কারাদণ্ড এবং ৫শ’ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Close
Close