দেশজুড়েপ্রধান শিরোনাম

বাসভাড়া সমন্বয়ের বিষয়ে বৈঠকে বসবেন পরিবহন মালিকরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: জ্বালানি তেলের দামের সঙ্গে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে আজ শনিবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন মালিকরা।

শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পরীবাগে জ্বালানি তেলের দাম বাড়ানো ও গণপরিবহনের ভাড়া নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, ‘সরকার ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রাখব আমরা এবং সে অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে যান চলাচল স্বাভাবিক আছে। আমরা বলতে চাই, সরকার যেখানে ইতোমধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণ করার জন্য বিআরটিএ-কে নির্দেশ দিয়েছে এবং বিআরটিএ আমাদেরকে সভা আহ্বান করে আসতে বলেছে, তাহলে এখানে গাড়ি বন্ধ করার কোনো প্রশ্নই আসে না।’

এনায়েত উল্লাহ বলেন, সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক আছে। কোথাও কোথাও ডিজেলের অভাবে, কোথাও কোথাও পেট্রল পাম্প বন্ধ থাকায় বাস চলাচল কিছুটা কমেছে। এ ছাড়া সারা দেশে বাস চলাচল স্বাভাবিক আছে।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে একটা মালিক সমিতি না বুঝেই গতকাল একটি ঘোষণা দিয়ে বাস বন্ধ করেছে এবং এখন তাদের মিটিং চলছে। আমি আমি আশা করছি, তাদের সঙ্গে আমার একাধিকবার আলোচনা হয়েছে, খুব শিগগিরই তারা বাস চালু করবে।’

তিনি বলেন, বিআরটিএ আজ বিকেল ৫টায় একটি সভা আহ্বান করেছে। সেই সভায় বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি আছে, কস্ট কমিটি যেটা বলা হয়। সেই কমিটি কস্টিং করে যা ভাড়া আসে, সেটাই পুনর্নির্ধারণ করা হবে। এখানে আমাদের পক্ষ থেকে দাবি করার কোনো অপশন নেই।’

এনায়েত উল্লাহ আরও বলেন, ‘ডিজেলের মূল্য প্রায় সাড়ে ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে গতকালের ঘোষণা অনুযায়ী। এ ছাড়া ডলার বৃদ্ধি, ইউক্রেনীয় যুদ্ধের ইস্যুর কারণে যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমি মনে করি, এসব নিয়ে আলোচনা করে কস্টিং কমিটি যা কস্টিং দেবে, সে ব্যাপারে আমরাও ঐকমত্য পোষণ করব আশা করি। এটা আজকের মধ্যেই সমাধান হবে বলে আমরা আশা করি।’

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close