দেশজুড়েপ্রধান শিরোনাম

বাসা থেকে অফিস করার সুযোগ আর থাকছেনা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এখন থেকে স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে সরকারি চাকরিজীবীদের।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

সচিব বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনো সুযোগ নেই।

তবে অসুস্থ, বয়স্ক ও সন্তান সম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না, নির্দেশনায় সেটাও বলা হয়েছে বলে জানান শেখ ইউসুফ হারুন।

অন্যদিকে, সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে আগের মত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে৷ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা আগেই নির্দেশনা দিয়েছি।

উল্লেখ্য, করোনাভাইরাস ইস্যুতে বাসা থেকে কাজ করার সুযোগ পেয়েছিলেন সরকারি অনেক চাকরিজীবী।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close