দেশজুড়েপ্রধান শিরোনাম

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত দশজন।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা বীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ছয়জনকে বগুড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে একজন হলেন জামাল হোসেন। তিনি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ওমরদিঘী গ্রামের তসলিম উদ্দীনের ছেলে।

শেরপুর থানার এসআই তন্ময় বর্মন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস বটতলা বীজ এলাকায় পৌঁছালে বিপরীতগামী সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যসহ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বাস ও ট্রাক উদ্ধার করা হলেও বাসের চালক পালিয়ে গেছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close