ব্যাংক-বীমাভ্রমনশিল্প-বানিজ্য

বিদেশ ভ্রমনে নিতে পারবেন ১২ হাজার ডলার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এখন থেকে যে কোনো দেশ ভ্রমনে একজন ব্যক্তি সময় ১২ হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। এর আগে বিদেশভ্রমণের ক্ষেত্রে অঞ্চলভেদে বৈদেশিক মুদ্রা নেওয়ার ভিন্ন ভিন্ন সীমা ছিল। আগামী বছরের জানুয়ারি থেকে এ সীমা তুলে দিয়ে নতুন সুযোগ চালু করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ ২৫ জুলাই ২০১৯ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন এখানে

প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি থেকে বিশ্বের যেকোনো দেশে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্করা (১২ বছরের বেশি) বছরে ১২ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবে। বর্তমানে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারের জন্য এ সীমা ৫ হাজার ডলার ও অন্য দেশের জন্য ৭ হাজার ডলার। এখন যেকোনো দেশের জন্য এই সীমা বাড়িয়ে ১২ হাজার ডলার করা হয়েছে।

তবে ১২ বছরের নিচের বাচ্চাদের জন্য প্রাপ্তবয়স্কদের অর্ধেক খরচ করা যাবে। তাদের একজনের ক্ষেত্রে তা কোনোভাবেই বছরে পাঁচ হাজার ডলারের বেশি হবে না।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close