দেশজুড়ে

বিদ্যুতের তারে ঝুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নির্মাণাধীন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারে ঝুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু উপজেলার কসবা ইউনিয়নের কালইর দিঘিপাড়ার মাসুদ রানার ছেলে সজীব (১০) ও একই এলাকার মিঠুর মেয়ে লামিয়া (৯)।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল থেকে নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটিতে তার ঝোলানোর কাজ করছিল শ্রমিকেরা। এ সময় শিশু সজীব ও লামিয়া সেই বৈদ্যুতিক তার ধরে খেলতে থাকে। বিষয়টি নির্মাণাধীন শ্রমিকেরা লক্ষ্য করে এবং শিশু দুটিকে সরে যেতে বলে। সে সময় সরে গেলেও পরে আবারও শিশু দুটি তার নিয়ে ঝুলতে থাকে।

কিন্তু শ্রমিকেরা কিছুটা দূরে কাজ করায় পরবর্তীতে তারা আর শিশু দুটিকে খেয়াল করেননি। এ অবস্থায় মেশিনের মাধ্যমে সেই তার যখন বৈদ্যুতিক খুঁটিতে স্থাপন করা শুরু হয়, তখন হঠাৎ করেই ঝোলানো তার ওপরের দিকে উঠে যায় এবং শিশু দুটি শূন্যে ঝুলতে থাকে। অনেক বেশি ওপরে উঠে গেলে দু’জনেরই তার থেকে হাত ছুটে যায় এবং নিচে শক্ত জমিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব। পরে লামিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় লামিয়াও।

Related Articles

Leave a Reply

Close
Close