দেশজুড়ে

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৩৮ যাত্রীর জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৩৮ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আগমন ও প্রস্থান করা সব ট্রেনে চেকিং করে এসব যাত্রীদের জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা (এডিটিএস) সাজ্জাত হোসেন সংবাদমাধ্যমে বলেন, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনে আগমন ও প্রস্থান করা সব ট্রেনে দিনভর বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৩৮ জন যাত্রীর কাছ থেকে ১৮ হাজার ৯০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ না করতে এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করতে সচেতনতা বাড়াতে মাইকিং করা হয়। আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ের এ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Close
Close