দেশজুড়েপ্রধান শিরোনাম

‘বিনা পরোয়ানায় গ্রেপ্তার না করার রায়’ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিনা পরোয়ানায় গ্রেপ্তার না করার বিষয়ে হাইকোর্টের রায় ১৬ বছরেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আপিল বিভাগ। রিভিউ শুনানির জন্য ১৬ই এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

২০১৬ সালে বিনা পরোয়ানায় গ্রেপ্তার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাব-এর প্রতি কয়েকটি নির্দেশনা দেয়। আর, এ নির্দেশনা সার্কুলার দিয়ে জারি করতে রেজিস্ট্রার জেনারেল, আইজিপি ও র‌্যাব-এর ডিজিকে নির্দেশ দেয়া হয়।

১৯৯৮ সালে ঢাকার সিদ্ধেশ্বরী থেকে বেসরকারি ইনডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তারন করা হয়। ওই বছরের ২৩শে জুলাই মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে মারা যান রুবেল। এরপরই ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে কয়েকটি সুপারিশ করা হয়। সুপারিশ বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট হাইকোর্টে রিট করে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close