দেশজুড়েপ্রধান শিরোনাম

বিমানবন্দরে কোটি টাকার সোনা জব্দ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত সাতজন যাত্রীর কাছ থেকে পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে বিদেশ ফেরত ৭ যাত্রীর দেহ ও লাগেজ তল্লাশী করে ২ কেজি ১৩৬ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন জানান, কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে মমতাজ বেগম ও আয়েশা বেগম নামে দুই যাত্রী শাহজালালে এসে অবতরণ করেন। তারা বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বের হওয়ার সময় তাদের শরীর ও লাগেজ তল্লাশি করে ৯৬৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া বিদেশ ফেরত আরও পাঁচজন যাত্রীকে তল্লাশি করে ৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৮৩৪ গ্রাম।

Related Articles

Leave a Reply

Close
Close