দেশজুড়েপ্রধান শিরোনাম

বিমানের সীটে মিলল ৩ কোটি টাকার স্বর্ণের বার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে বিমানে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে মাসকাট থেকে আগত বাংলাদেশ বিমানের সীটের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৫০ টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধারকৃত ওই স্বর্ণের ওজন ৫ কেজি ৮০০ গ্রাম।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close