দেশজুড়ে

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রান্তিক সার্ভিসের একটি বাস উল্টে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ যাত্রী।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইলের বানিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বেশ কয়েকজনকে আশংকাজনক অবস্থায় টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।

মধুপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস বানিয়াপাড়ায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।

আহত ১৩ জনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন আশংকাজনককে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘাটাইল থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুজনের অবস্থা সংকটাপন্ন।

Related Articles

Leave a Reply

Close
Close