দেশজুড়েপ্রধান শিরোনাম

বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে আরো দুই হাজার চিকিৎসক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে এখনো উল্লেখযোগ্য হারে কমেনি “কোভিড ১৯” এর সংক্রমণ। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ বিষয়ে এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত এ নিয়োগের ব্যবস্থা করতে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে এ অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো স্বাস্থ্যসেবা বিভাগের ওই চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় দেশের সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেটকে আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়েছে। সারা দেশে এ রোগের চিকিৎসা প্রদান করতে পারে এমন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিককে একটি ম্যাপিং করা হচ্ছে। এসব হাসপাতালে স্বাভাবিকভাবেই প্রচুর চিকিৎসক ও নার্স প্রয়োজন হবে। কিন্তু দেশের বিদ্যমান স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে করোনাভাইরাসের মোকাবিলা করা সম্ভব নয়। এ প্রেক্ষাপটে করোনাভাইরাসের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ করা প্রয়োজন।

চিঠিতে আরো বলা হয়, এ বিষয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের একটি প্রস্তাবে এরইমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এসব চিকিৎসক নিয়োগ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পরে নিলেও হবে। নিয়োগপ্রাপ্তদের করোনা চিকিৎসা হয় এমন হাসপাতালে পদায়ন করা হবে। পরে যেসব সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে সেখানে পদায়ন করা হবে।

গত ২৯ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারি কোভিড-১৯ মোকাবিলায় আরো চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। আমরা আরো দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করেছি এবং চার হাজার নার্স নিয়োগ দিচ্ছি।

সবশেষ মে মাসে নতুন ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয় সরকার। ওই মাসের ১২ তারিখ থেকে ওই চিকিৎসকেরা দেশের বিভিন্ন স্থানে যোগ দেন।

এর আগে তাদের জরুরি ভিত্তিতে নিয়োগে সরকার বিশেষ চাহিদাপত্র দেয় সরকারি কর্মকমিশনকে (পিএসসি)। ওই চাহিদা অনুসারে পিএসসি বিশেষ সভা করে ৩৯তম বিসিএসের নন ক্যাডারের অপেক্ষমাণ তালিকা থেকে ২ হাজার সহকারী সার্জন নিয়োগ দেয়। পরে দ্রুতই তাদের নিয়োগের প্রক্রিয়া শুরু করে প্রজ্ঞাপন দেয় জনপ্রসাশন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পিএসসি সুপারিশের আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে তাদের নিয়োগ দেয়া হলো। সাময়িকভাবে নিয়োগ পাওয়া সহকারী সার্জনদেরকে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সেবা দিতে হবে। কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সেবা প্রদানকালে তার কর্মদক্ষতা সন্তোষজনক কিনা, চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close