করোনাপ্রধান শিরোনাম

বিশ্বজুড়ে ৯ লাখ ৬৫ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বজুড়ে ৯ লাখ ৬৫ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, করোনা ভাইরাস। ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ৪ হাজারের মতো মানুষ। পৌনে ৩ লাখের মতো নতুন সংক্রমন শনাক্ত হয়েছে। ফলে, মোট সংক্রিমতের সংখ্যা ৩ কোটি ১২ লাখের বেশি।

দৈনিক মৃত্যু আর সংক্রমন শনাক্তে এখনো শীর্ষে ভারত। রোববারও, দেশটিতে ১১শ’র বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে, মোট প্রাণহানি ৮৮ হাজারের মতো। আরও, ৮৭ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৫ মৃত্যু দেখলো মেক্সিকো। এদিকে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে অনেকটাই কমে এসেছে দৈনিক প্রাণহানির সংখ্যা। ৩ শতাধিক মৃত্যু দেখেছে মহামারিতে সবার্ধিক বিপর্যস্ত দেশগুলো।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close