দেশজুড়ে

বিশ্ববিদ্যালয়ের বাসে শিশু ধর্ষণচেষ্টা, চালকের সহকারী আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাসে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে চালকের সহকারীকে আটক করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মোহাম্মদ রাশেদ সৌখন বলেন, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনের জন্য একটি বাস ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার জন্য ১ নম্বর গেটে অপেক্ষা করছিল। এ সময় বাস চালকের সহকারী মুজিবর রহমান মিথ্যা প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে কাছ দিয়ে যাওয়া শিক্ষার্থীরা বিষয়টি টের পায়। এ সময় চালক সহকারী মুজিবুরকে হাতেনাতে ধরে ফেলে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায়। ত্রিশাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালকের সহকারীকে আটক করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় থেকে রোববার সন্ধ্যায় চালকের সহকারী মুজিবরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close