শিল্প-বানিজ্য

বিশ্বব্যাংকের সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ৩০টি পৌরসভায় সুপেয় পানি সরবরাহ এবং উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের সঙ্গে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনএসই সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেমবন উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, বাছাই করা ৩০টি পৌরসভায় সুপেয় পানি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০৯ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে।

যার মধ্যে ১০০ মিলিয়ন ডলার বিশ্বব্যাংক, বাকি ১০০ মিলিয়ন ডলার এআইআইবি এবং বাকি অর্থ বাংলাদেশ সরকার বহন করবে।

Related Articles

Leave a Reply

Close
Close