খেলাধুলা

করোনা রোগীকে জড়িয়ে ধরা ম্যারাডোনা ‘নেগেটিভ’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ খবরটা সত্যিই স্বস্তির। ডিয়েগো ম্যারাডোনাকে নিয়েই ছিল শঙ্কাটা। নাহ, আর্জেন্টাইন ফুটবল-কিংবদন্তিকে শেষ পর্যন্ত করোনায় ধরেনি। পরীক্ষা করে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

শঙ্কাটা তৈরি হয়েছিল ম্যারাডোনার কারণেই। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহাতারকা হালে আর্জেন্টিনার প্রথম বিভাগের নিচু সারির দল হিমনাসিয়ার কোচের দায়িত্বে আছেন। নিজের স্বভাবসুলভ আবেগেই কিছুদিন আগে এক ম্যাচে নিজ দলের খেলোয়াড়কে জড়িয়ে ধরেছিলেন। পরে পরীক্ষায় দেখা যায় ফুকান্দো কনতিন নামের সেই খেলোয়াড় করোনায় আক্রান্ত। ৫৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা করোনায় আক্রান্ত হন কি না, এ নিয়েই দুশ্চিন্তার কালো ছায়া নেমে এসেছিল। শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।

শুক্রবারের ঘটনা সেটি। পরে রোববার করোনা পজিটিভ আসে তাঁর। সঙ্গে সঙ্গেই করোনার আশঙ্কায় ম্যারাডোনার কোভিড পরীক্ষা করা হয়। তাঁর ব্যক্তিগত আইনজীবী মাতিয়াস মোরলা টুইটারে জানিয়েছেন তাঁর মক্কেল সম্পর্কে স্বস্তির খবরটা, ‘ডিয়েগো ম্যারাডোনার কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ধন্যবাদ জানাতে চাই সকল আর্জেন্টাইনকে। তাঁরা সবাই ম্যারাডোনার জন্য প্রার্থনা করেছেন, তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন। সবাই নিরাপদে থাকুন, কারণ করোনা এখনো আমাদের রেহাই দেয়নি।’

সেদিন এভাবেই খেলা দেখতে গিয়েছিলেন ম্যারাডোনা

আর্জেন্টিনা এ মুহূর্তে পৃথিবীর অন্যতম বৃহৎ করোনা উপদ্রুত দেশ। এখনো পর্যন্ত লাতিন আমেরিকার এ দেশটিতে ৮ লাখ ৯ হাজার ৭২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু ঘটেছে ২১ হাজার ৪৬৮ জনের। বিশ্বে সর্বাধিক করোনা উপদ্রুত দেশগুলোর মধ্যে আর্জেন্টিনার অবস্থান অষ্টম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী ম্যারাডোনার দেশে প্রতি দশজনে কমপক্ষে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষার দিক দিয়েও আর্জেন্টিনা অনেক দেশের চেয়েই পিছিয়ে। দেশটিতে সাধারণ মানুষের মধ্যেও স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলার ব্যাপারে শিথিলতা আছে। সৌজন্যেঃ প্রথম আলো

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close