বিনোদন

বিশ্বের বড় মিডিয়া প্রতিষ্ঠান?

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিশ্বে বিজ্ঞাপন, সম্প্রচার, নেটওয়ার্কিং, রেকর্ডিং, চলচ্চিত্র আর সংবাদ- সবকিছুর সমন্বয় মিডিয়া। ব্যক্তি থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানে তাদের ব্যবসা বিস্তৃত। আয়ের দিক থেকে শীর্ষ মিডিয়াগুলোর তালিকা রয়েছে যারা-

ওয়াল্ট ডিজনি: মার্কেট পুঁজির দিক থেকে মিডিয়া প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে আছে ওয়াল্ট ডিজনি৷ যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানের অধীনে আছে ইএসপিএন, ডিজনি চ্যানেল, এবিসি নেটওয়ার্ক, ন্যাশনাল জিওগ্রাফিকের মতো প্রতিষ্ঠান৷ ২০১৯ সালের মে পর্যন্ত তাদের মার্কেট ভ্যালু ২৪২ দশমিক ২১ বিলিয়ন ইউএস ডলার।

এটিঅ্যান্ডটি: মিডিয়া প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এটিঅ্যান্ডটি। ২০১৮ সালে টাইম ওয়ার্নার অধিগ্রহণ করেছে এটি৷ এইচবিও, সিএনএন, কার্টুন নেটওয়ার্ক প্রভৃতি রয়েছে প্রতিষ্ঠানটির মালিকানায়। চলচ্চিত্র নির্মাতা ওয়ার্নার ব্রোসের পাশাপাশি নেটওয়ার্কিং ব্যবসাও রয়েছে এটিঅ্যান্ডটি-র৷ ২০১৯ সালের মে পর্যন্ত প্রতিষ্ঠানটির মার্কেট ভ্যালু পুঁজি ১৮৮ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।

কমকাস্ট: কেবল নেটওয়ার্কিংয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ আর টেলিভিশন ব্যবসা রয়েছে কমকাস্টের। এনবিসির মতো বিখ্যাত মিডিয়া প্রতিষ্ঠানের মালিক কমকাস্টের ম্যার্কেট ভ্যালু ১৯৪ দশমিক ৩০৬ বিলিয়ন ইউএস ডলার৷ ২০১৮ সালে ৩৯ বিলিয়ন ইউএস ডলারে ব্রিটেনের ‘স্কাই’ কিনেছে কমকাস্ট।

ফক্স: টেলিভিশন সম্প্রচার আর চলচ্চিত্র নির্মাণ ‘টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স’-এর প্রধান ব্যবসা। কেবল নেটওয়ার্কিংয়ের ব্যবসাও রয়েছে ফক্সের। ২০১৯ সালের মে পর্যন্ত তাদের মার্কেট ভ্যালু ৬৮ দশমিক ৬৫৩ বিলিয়ন ইউএস ডলার।

থমসন রয়টার্স: ২০০৮ সালের ক্যানাডার থমসন কর্পোরেশন আর রয়টার্স গ্রুপ এক হয়ে বৃহৎ মিডিয়া প্রতিষ্ঠানের রূপ লাভ করে। মিডিয়া ব্যবসার পাশাপাশি আইন এবং ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের সেবা রয়েছে প্রতিষ্ঠানটির৷ তাদের মার্কেট পুঁজি ৩০ দশমিক ৯৬৪ বিলিয়ন ইউএস ডলার।

সিবিএস কর্পোরেশন: বিশ্বব্যাপী বহুবিধ মাধ্যমে গণমাধ্যম ব্যবসা করে থাকে সিবিএস কর্পোরেশন৷ ক্যানাডাভিত্তিক প্রতিষ্ঠানটির টেলিভিশন, রেডিও ও পত্রিকার পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণের ব্যবসাও রয়েছে। ২০১৯ সালের মে পর্যন্ত তাদের মার্কেট ক্যাপিটাল ১৮ দশমিক ২৭ বিলিয়ন ইউএস ডলার।

ডাব্লিউপিপি: বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞাপনী প্রতিষ্ঠান লন্ডনভিত্তিক ডাব্লিউপিপি৷ বিজ্ঞাপনের পাশাপাশি জনসংযোগের ব্যবসাও রয়েছে তাদের৷ মিডিয়াকম, ওয়েবমেকার, গ্রে, জেডাব্লিউটি, ওগিলবি অ্যান্ড ম্যাদার প্রভৃতি প্রতিষ্ঠানে আছে এর অধীনে৷ ২০১৯ সালের মে পর্যন্ত ডাব্লিউপিপি-র মার্কেট ক্যাপিটাল ১৬ বিলিয়ন ইউএস ডলার। ছবিতে প্রতিষ্ঠানের সিইও স্যার মার্টিন সোরেল।

ডিশ নেটওয়ার্ক কর্পোরেশন: সরাসরি স্যাটেলাইট সম্প্রচার, ব্রডব্যান্ড, সিনেমা ও গেমসহ বিভিন্ন ধরনের ব্যবসায় রয়েছে ডিশ নেটওয়ার্ক কর্পোরেশনের৷ ফোর্বস ম্যাগাজিনের হিসাবে তাদের মার্কেট ভ্যালু ১৬ দশমিক ৩ বিলিয়ন ইউএস ডলার।

ভায়াকম: চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি ডিজিটাল কনটেন্টের ব্যবসা রয়েছে ভায়াকমের৷ প্যারামাউন্ট পিকচার, এমটিভি ফিল্মসের মতো প্রতিষ্ঠান রয়েছে এর মালিকানায়। ফোর্বস ম্যাগাজিনের হিসাবে তাদের মার্কেট ভ্যালু ১২ দশমিক ২ বিলিয়ন ইউএস ডলার।

নিউজ কর্পোরেশন: ওয়ালস্ট্রিট জার্নাল, টাইমস, নিউইয়র্ক পোস্ট, দ্য টাইমস, সানডে টাইমস প্রভৃতি রয়েছে নিউজ কর্পোরেশনের মালিকানায়। ফোর্বসের হিসাবে মিডিয়া মোগল রুপার্ট মারডকের প্রতিষ্ঠানের মার্কেট ভ্যাল্যু সাত দশমিক ৩ বিলিয়ন ইউএস ডলার।

Related Articles

Leave a Reply

Close
Close