বিশ্বজুড়ে

বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিক গ্রেপ্তার চীনে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বের যে কোনো দেশের চেয়ে চীনে চলতি বছর সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। আর সাংবাদিকদের সবচেয়ে বেশি দমন-পীড়নের শিকার হতে হয় তুরস্কে।

বুধবার (১১ ডিসেম্বর) নিউ ইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী অন্তত ২৫০ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ২৫৫। গত বছর থেকে চীনে সাংবাদিক গ্রেপ্তারের সংখ্যা বাড়তে শুরু করেছে। ‘প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির রাজনৈতিক নিয়ন্ত্রণ কুক্ষিগত করতে শুরু করার পর থেকে সংখ্যা বাড়তে শুরু করেছে’, বলা হয়েছে প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, ‘শিনজিয়াং প্রদেশে যেখানে অভিযান চালিয়ে লাখ লাখ সংখ্যালঘু মুসলমানকে বন্দিশিবিরে রাখা হয়েছে, সেখানে প্রায় অর্ধশত সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সাংবাদিকতার জন্য আগেও জেল খাটতে হয়েছে এমন ব্যক্তি রয়েছেন’।

তুরস্কে চলতি বছর গ্রেপ্তার হয়েছেন ৪৭ জন সাংবাদিক। গত বছর এই সংখ্যা ছিল ৬৮। সৌদি আরব ও মিশর- উভয় দেশেই গ্রেপ্তার হয়েছেন ২৬ জন। ইরাত্রিয়ায় ১৬ জন, ভিয়েতনামে ১২ জন এবং ইরানে গ্রেপ্তার হয়েছেন ১১ জন সাংবাদিক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মধ্যে ৮ শতাংশ নারী। গত বছর এই হার ছিল ১৩ শতাংশ।

Related Articles

Leave a Reply

Close
Close