বিশ্বজুড়ে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের হাতের পুতুলঃ ডোনাল্ড ট্রাম্প

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রাণঘাতি করোনাভাইরাস ইস্যুতে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং চীনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন সংস্থাটি চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন ট্রাম্প।

সাক্ষাতকারে তিনি বলেন, আমরা মনে হয় না তারা ইচ্ছা করে এমনটি করছে। এটা আসলে তাদের অদক্ষতার কারণে হয়েছে। তারা জানে না কিভাবে কথা বলতে হয়। ট্রাম্প এরই মধ্যে ডব্লিউএইচও’কে দেয়া মার্কিন তহবিল বন্ধ করে দিয়েছেন। করোনা মহামারিতে চীনের পক্ষে অবস্থান নেয়ার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি শিগগিরই তাদের নিয়ে ঘোষণা দেবো কারণ তারা চীনের হাতের পুতুলের পরিণত হয়েছে । আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে সাড়ে চার বিলিয়ন কোটি ডলার দেই। আর চীন ৩৮ কোটি ডলার, তবুও চীন তাদের বলে দিচ্ছে কিভাবে এগোতে হবে।

এ সময় চীনে গিয়ে করোনা মোকাবেলায় সাহায্য করতে চান বলেও জানান ট্রাম্প।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close