প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

বিসিএস পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে থাকার অনুরোধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোতে সকাল সাড়ে ৮টার মধ্যে উপস্থিত থাকতে পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ জন্য বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওয়ানা দেয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওয়ানা দিতে হবে, যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close