বিশ্বজুড়ে

বিস্ফোরণে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ আহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মালদ্বীপের রাজধানী মালেতে একটি বিস্ফোরণে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সাড়ে ৮টায় তার বাসভবনের বাইরে বিস্ফোরণ ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের বরাতে রয়টার্স, দ্য হিন্দু ও বিজনেস ইনসাইডার এমন খবর দিয়েছে।

মালদ্বীপের সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পুলিশ বলছে, হাসপাতালে তার চিকিৎসা চলছে।

নাশিদ তার গাড়িতে প্রবেশের সময়ই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। সাধারণ মানুষকে চলাচলে এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে।

বিস্ফোরণে বিদেশি পর্যটকও আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালদ্বীপের পরাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শাহীদ।

এছাড়া এক টুইট বার্তায় হামলার তীব্র নিন্দ্বা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মোহাম্মদ নাশিদের সুস্থতা কামনার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে নয়াদিল্লি মালদ্বীপের পাশে থাকবেন বলেও জানান তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close