বিশ্বজুড়ে

বুরকিনায় সেনাঘাঁটিতে বিদ্রোহী হামলা, নিহত শতাধিক

ঢাকা অর্থনীতি ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি সেনাঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৫ বেসামরিক নাগরিক ও সাত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় সেনাবাহিনীর পাল্টা জবাবে ৮০ বিদ্রোহীও প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২৪ ‍ডিসেম্বর) বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সউম প্রদেশের আরবিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত ৩১ জন নারী। তবে ঠিক কখন এ হামলা হয়েছে তা জানানো হয়নি।

এখন পর্যন্ত কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি।

হতাহতের এ ঘটনায় দুইদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর।

এর আগে, চলতি মাসের শুরুতেই দেশটির একটি গির্জায় বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৪ জন।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close