দেশজুড়ে

বুয়েটকে দিল রিলাক্সেশন টেস্টিং মেশিন

ঢাকা অর্থনীতি ডেস্ক: বহুদিন ধরে উন্নত ও বৈদেশিক মান সম্পন্ন নির্মাণ সামগ্রীর ওপর গবেষণা করে আসছে বুয়েট এবং বিএসআরএম।

এ জাতীয় গবেষণার সুবিধার্থে বিএসআরএম ওয়্যারস বুয়েটকে একটি রিলাক্সেশন টেস্টিং মেশিন প্রদান করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসআরএম এ কথা জানিয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) বুয়েট কার্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে মেশিনটি হস্তান্তর করে বিএসআরএম ওয়্যারস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসআরএম বিশ্বাস করে যে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে উন্নতমানের নির্মাণ সামগ্রীর সুষ্ঠু গবেষণা এবং সঠিক প্রয়োগ থাকা উচিত। এ জাতীয় গবেষণার সুবিধার্থে বিএসআরএম ওয়্যারস বুয়েটকে একটি রিলাক্সেশন টেস্টিং মেশিন প্রদান করেছে।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ও ভারপ্রাপ্ত প্রধান প্রফেসর ড. আবু সিদ্দিক, প্রফেসর ড. কে.এম. আমানত, প্রফেসর ড. ইশতিয়াক আহমেদসহ বুয়েটের অন্যান্য শিক্ষকরা।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিওও (ওয়্যারস) গৌতম বন্দোপাধ্যায় এবং সিওও (স্টিলস) হাসান জাফর চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Close
Close