প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

বুয়েটে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জেরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)।

একই সঙ্গে আবরার হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বুয়েটের অডিটোরিয়ামে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়।

বুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের পাশাপাশি ক্যাম্পাসে র‌্যাগিং প্রথা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উপাচার্য সাইফুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন উপাচার্য। তবে শর্ত দেন বৈঠকের সময় কোন গণমাধ্যমকর্মী থাকতে পারবেন না। এতে রাজি হননি আন্দোলনকারীরা। এ কারণে বৃহস্পতিবার বৈঠকটি হয়নি। তবে আন্দোলনকারীদের চাপে শুক্রবার গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই ভিসি ও শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close