দেশজুড়ে

বৃষ্টির পানি নিতে বসানো হল বালতি, ডুবে প্রাণ গেল শিশুর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীতে বালতির পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার কামাল পাড়ায় এই ঘটনা ঘটে। বৃষ্টির পানি ধরে রাখতে ঘরের বাইরে ওই বালতি রাখা ছিল বলে জানা গেছে।

মৃত ওই শিশুর নাম আয়েশা আক্তার। সে ওই এলাকার অটোরিকশা চালক তৌহিদুল ইসলামের মেয়ে।

শিশুটির বাবা তৌহিদুল ইসলাম বলেন, ঘরের সামনে বৃষ্টির পানি নেওয়ার জন্য বালতি বসানো ছিল।পরিবারের সদস্যরা আয়েশাকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাইরে থাকা ওই বালতির পানির ভেতরে মাথা ডুবানো অবস্থায় আয়েশাকে পাওয়া যায়। তাঁর ভাষ্য, মাথা ছাড়া শিশুটির শরীরের বাকি অংশ বালতির বাইরে ছিল।

তৌহিদুল ইসলাম বলেন, আয়েশাকে অল্প সময়ের ব্যবধানে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তৌহিদুল জানান, তাঁর দুই ছেলে এক মেয়ের মধ্যে আয়েশা ছিল সবার ছোট।

Related Articles

Leave a Reply

Close
Close