দেশজুড়ে

বৃষ্টির পূর্বাভাস

ঢাকা অর্থনীতি ডেস্ক: বায়ু প্রবাহের দিক ধীরে ধীরে পরিবর্তন হওয়ার সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সারা দেশে শুষ্ক আবহাওয়ার বিরাজ করছে। তবে খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।

এমন অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

ভোর থেকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Close
Close