দেশজুড়ে

বেনাপোল দিয়ে ভারত যাওয়ার সময় টেকনাফের চেয়ারম্যানকে আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান (৪২)-কে ভারতে যাওয়ার সময় আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৫ টার দিকে তাকে আটক করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবাকারবারি মোহাম্মদ শাহজাহান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহম্মেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন, শাহজাহানের নামে অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পাড়ি জমানোর সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, তার পাসপোর্ট ব্লক ছিল তাই ইমিগ্রেশন তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close