বিনোদন

‘পদ্মাপুরান’ ট্রেলার প্রকাশ, মুক্তি পাচ্ছে শুক্রবার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘পদ্মাপুরান’ রাশিদ পলাশের আলোচিত সিনেমা। মুক্তির আগেই বিভিন্ন কারণে আলোচনায় সিনেমাটি। পদ্মা পাড়ের মানুষের গল্প নিয়ে ‘পদ্মাপুরান’ নির্মাণ করেছেন রাশিদ পলাশ।

শুক্রবার (০৮ অক্টোবর) সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তি উপলক্ষে প্রচারে নেমেছে টিম ‘পদ্মাপুরান’। প্রচারের অংশ হিসেবে টিজারের পর প্রকাশ হয়েছে ট্রেলার। ২ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশ হয়েছে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে।

প্রকাশের পর নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে ‘পদ্মাপুরান’। সিনেমাটি প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।’

পুণ্য ফিল্মসের প্রযোজনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

লম্বা সময় পর সিনেমা মুক্তি প্রসঙ্গে সময় নিউজকে এ নির্মাতা বলেন, ‘একটা দীর্ঘ সময় ধরে আমরা দম বন্ধ অবস্থায় ছিলাম কোভিড পরিস্থিতির জন্য।

আলহামদুলিল্লাহ এ পরিস্থিতি এখন পার হচ্ছে। মানুষ টিকা নিচ্ছে আগ্রহ ভরে। এ অবস্থায় আমরা টিম ‘পদ্মাপুরান’ মনে করছি, বাঙালির বৃহৎ উৎসব দুর্গাপূজায় সিনেমাটি আমরা মানুষকে দেখাব। মানুষ হলে গিয়ে সিনেমাটি দেখবে।’

এর আগে ১৮ জুলাই মুক্তির অনুমতি পেয়েছিল ‘পদ্মাপুরান’। বিষয়টি জানিয়েছিলেন নির্মাতা নিজেই। রাশিদ পলাশ বলেছিলেন, ‘পদ্মাপুরান একটা যুদ্ধ ছিল আমাদের জন্য। পদ্মা নদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের আকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না এ অসাধ্য সাধন। পুরো কৃতিত্ব টিমের। কোভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ইনশাআল্লাহ একটা ভালো দিনে হলে রিলিজ দিতে চাই।’

/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close