বিনোদন

বৈশাখের আনন্দ ম্লান হয়ে গেছে: পূর্ণিমা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পঞ্জিকার হিসেব কষে বাংলা সনের প্রথম দিনে পালন করা হয় বাংলা নববর্ষ। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। তবে এবারে নববর্ষ’র গল্প পাল্টে দিয়েছে করোনাভাইরাস।

চিত্রনায়িকা পূর্ণিমা মনে করেন মহামারী করোনার প্রাদুর্ভাবে বৈশাখের আনন্দ ম্লান হয়ে গেছে। ঘরবন্দী সময় কাটছে সবার। প্রতি বছর বৈশাখ এলে বাসায় মজার মজার রান্না হতো। এবার সেই চিত্র একেবারেই উল্টো বলে জানান এই নায়িকা।

তিনি বলেন, খুব সাদামাটাভাবেই কাটছে আমাদের বৈশাখ। নেই কোনো মেহমানদারি। যে জন্য পরিবারের সবাই মিলে বৈশাখ উদযাপন করছি। তবে ইচ্ছা আছে পরিস্থিতির উন্নতি হলেই বন্ধু-বান্ধবদের দাওয়াত করে খাওয়াব।

এদিকে করোনাভাইরাসের কারণে কষ্টে থাকা মেকআপ শিল্পীদের পাশে দাঁড়িয়েছন পূর্ণিমা। এছাড়াও স্বাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন এই অভিনেত্রী।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close