আশুলিয়াস্থানীয় সংবাদ

ব্যবসায়ীকে হুমকি; আশুলিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় মুঠোফোনে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় এক ব্যবসায়ী আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের নামে থানায় একটি সাধারন ডায়রি করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ী শফিকুল ইসলাম মৃধা বাদী হয়ে এই জিডিটি দায়ের করেছেন। সে আশুলিয়ার কুমকুমারী এলাকার মৃত শুকুর আলী মৃধার ছেলে।

সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর দুপুর ১.২০ ঘটিকার সময় শাহাব উদ্দিন মাদবর তাকে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজের কারন জানতে চাইলে, বিবাদী শাহাব উদ্দিন তাকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছেড়ে দেয়ারও হুমকি প্রদান করেছেন বলে উল্লেখ করেন। ওই দিন সন্ধ্যায় তিনি আশুলিয়া থানায় এসে একটি সাধারণ ডায়রি দায়ের করেন। যার নং-২৩০২।

ফোনে হুমকির ঘটনায় থানায় জিডির বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন চেয়ারম্যানের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও সে সংযোগটি গ্রহন না করায় তার কোন বক্তব্য নেয়া যায়নি।

এবিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

Related Articles

Leave a Reply

Close
Close