বিশ্বজুড়ে

ব্যস্ত মহাসড়কে বিমান অবতরণ

ঢাকা অর্থনীতি ডেস্ক: সাতসকালে ব্যস্ত হাইওয়েতে নেমে এল বিমান। তুমুল তৎপরতা পুলিশের। অল্পের জন্য দুর্ঘটনা এড়াল বিমানটি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের ঘটনা।

গত মঙ্গলবার ওয়াশিংটন স্টেটের একটি মহাসড়কে চমকে উঠলেন গাড়ি চালকরা। বিকট শব্দ করে নেমে আসছে একটি কেআর ২ বিমান। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশও। থামিয়ে দেন চলন্ত যানবাহনকে।

পুলিশে সূত্র খবর, বিমানটির জ্বালানি ট্যাঙ্কে সমস্যা দেখা দেওয়াতেই সেটি প্যাসিফিক অ্যাভিনিউ সাউথে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পুলিশ আগে থেকেই রাস্তা থেকে যানবাহন সরিয়ে দেয়। ফলে এই ঘটনায় কেউ আহত হয়নি বা কোনও দুর্ঘটনা ঘটেনি। একটি ক্রসিংয়ের আগে নিরাপদভাবে থেমে যায় বিমানটি।

এরকম এক বিপজ্জনক ল্যান্ডিং ঠিকঠাক করতে পারায় বিমানচাকের প্রসংশা করেছেন। একজন লিখেছেন, বিশ্বাস করা যায় না। আকাশে ও মাটিতে সমান দক্ষতায় কাজ করেছেন পাইলট। সবাই নিরাপদে রয়েছি। একেবার অসম্ভবকে সম্ভব করেছেন পাইলট।

Related Articles

Leave a Reply

Close
Close