রেসিপি

গরুর মাংসের স্টেক তৈরির রেসিপি!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্টেক খেতে কে না ভালোবাসে! আর তা যদি হয় গরুর মাংসের, তবে তো কথাই নেই! সুস্বাদু এই খাবারটি রাখতে পারেন অতিথি আপ্যায়ন কিংবা ঘরোয়া আয়োজনে। চলুন রেসেপি জেনে নেয়া যাক-

উপকরণ:
হাড় ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম
আদা পেস্ট আধা চা চামচ
হট টমেটো সস ১/২ কাপ
গোল মরিচ গুঁড়া সামান্য
রসুন পেস্ট আধা চা চামচ
জিরার গুঁড়া সামান্য
স্টেক স্পাইস পরিমাণ মতো
ওলিভ অয়েল ২ টেবিল চামচ
লবণ ও মরিচ-স্বাদমতো।

প্রণালি:
মাংস পছন্দ মতো কেটে ধুয়ে নিন। একটি পাত্রে সব উপকরণ নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিন। এবার স্টেকগুলো মসলা মেখে মেরিনেট করে ৩ থেকে ৪ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। গ্রিলে স্টেক দিয়ে মাঝারি তাপমাত্রায় গ্রিল করুন। ওভেনেও গ্রিল করে নিতে পারেন। লক্ষ রাখবেন স্টেক যেন খুব শক্ত না হয়ে যায়। এরপর স্টেকের ওপর গ্রেভি দিয়ে আপনার পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্টেক।

Related Articles

Leave a Reply

Close
Close