বিশ্বজুড়ে

বড়দিনকে কেন্দ্র করে সান্তাক্লজ প্রতিযোগিতা

ঢাকা অর্থনীতি ডেস্ক: খ্রিষ্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মেইন শহরে সান্তাক্লজ সেজে প্রতিযোগীরা মেতে আছেন স্কেটিং এবং ক্যাবল কার রাইডিংয়ের মত চমৎকার সব খেলায়।

শিক্ষা ও বিনোদনে সহায়তাকারী একটি অলাভজনক প্রতিষ্ঠানকে সাহায্য করাই এ প্রতিযোগিতার লক্ষ্য।

উপরে নীলাভ শুভ্র আকাশে সাদা মেঘের ভেলা, নিচে বরফ জমিনে লাল পুতুলের খেলা। কেউ কেউ চড়ে বসেছেন ক্যাবল কারে, কেউ বা আবার ছবি তুলছেন দলবেঁধে। ক্রিসমাসের মূল আকর্ষণ সান্তার পোশাক পরেই স্কি ঢালে নেমেছেন প্রতিযোগীরা।

অংশগ্রহণকারী সবাই ঢাল বেয়ে ভ্রমণ করেছেন সেখানে। গায়ে ছিল সান্তার মতো লাল জ্যাকেট, ট্রাউজার। মাথার টুপিতে ছিলো সাদা রংয়ের বোবলে। চিরাচরিত সেই দাড়ি পরতেও ভোলেননি কেউ। অনেকেই পড়েছিলেন স্লেই বেল্ট।

স্থানীয় সময় রোববার প্রায় দুইশোরও বেশি স্কিয়ার ও স্নোবোর্ডার মাথাপিছু ২০ ডলার করে রেজিস্ট্রেশন ফি দিয়ে গিয়েছিলেন সেখানে। তারই ধারাবাহিকতায় পাঁচ হাজার ডলারের একটি বিশাল চেক হাতে ধরে হো হো শব্দ করে এক সঙ্গে ছবি তুলেছেন সবাই।

শিক্ষা এবং বিনোদন খাতে সবাইকে সাহায্য করাই ‘রিভার ফান্ড মেইন’ সংস্থার মূল লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Close
Close