দেশজুড়ে

ভগ্নিপতিকে গলা কেটে হত্যা করেছেন শ্যালক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানিকগঞ্জে চুরি করে ইট বিক্রি করায় ভগ্নিপতি রুবেলকে গলা কেটে হত্যা করেছেন শ্যালক সোহেল নুরুন নবী।

শুক্রবার রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতরা এলাকার মামুনের হ্যাচারিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল নেত্রকোনার কেন্দুয়া থানার রাজনগর গ্রামের আলতু মিয়ার ছেলে। নিহত রুবেল কিশোরগঞ্জ জেলার ইটনা থানার তারাশ্বর গ্রামের রেনু মিয়ার ছেলে।

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, মামুনের হ্যাচারিতে কাজ করেন রুবেল। ১৬ সেপ্টেম্বর ওই হ্যাচারিতে থাকা ভগ্নিপতির কাছে বেড়াতে আসেন শ্যালক সোহেল। পরে তিনি দেখতে পান রুবেল ওই হ্যাচারি মালিক মামুনের ভাটার ইট চুরি করে বিক্রি করছেন। বিষয়টি নিয়ে সোহেল তার ভগ্নিপতিকে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করেন। কিন্তু বুঝানোর পরও চুরি করে ইট বিক্রি করতে থাকেন রুবেল।

চুরি করে ইট বিক্রির টাকা তার মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য বলেন সোহেল। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভগ্নিপতি ক্ষিপ্ত হয়ে তাকে মারতে আসেন। এ সময় সোহেল রুমের ভেতরে থাকা দা দিয়ে রুবেলকে এলোপাথারি ভাবে কোপাতে থাকেন। এতে রুবেল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দা দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close