বিশ্বজুড়ে

ভারতেও নিষিদ্ধ হলো ‘জেএমবি’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বা জেএমবি-কে অবৈধ সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দল জামায়াত-ই ইসলামিকে নিষিদ্ধের দুই মাস পর এই সিদ্ধান্ত নিল ভারত সরকার।

শুক্রবার(২৪ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইন অনুযায়ী, জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ এবং জামায়াতুল মুজাহিদীন ভারত বা জামায়াতুল মুজাহিদীন হিন্দুস্তান ও সংগঠনটির সব প্রকাশনা কালো তালিকাভুক্ত করা হলো। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং বিস্ফোরক সংগ্রহের জন্য সংগঠনটি তহবিল সংগ্রহ করছিল বলে ওই বিবৃতিতে বলা হয়।

জিহাদের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ১৯৯৮ সালে আত্মপ্রকাশ করে এই জঙ্গি সংগঠন। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান এবং বোধ গয়া বিস্ফোরণে জেএমবির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। দিল্লির দাবি, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে ঘাঁটি স্থাপন ও দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল জেএমবি।

Related Articles

Leave a Reply

Close
Close