প্রধান শিরোনামবিশ্বজুড়ে

ভারতের কেরালায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: বহু হতাহতের আশঙ্কা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের কেরালায় ২০০ আরোহী নিয়ে অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৪০ জন। শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৮ টার দিকে কেরালার কুচহিকোদ কারুপুর বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার বোয়িং ৭৭৩ মডেলের বিমানটি দুবাই থেকে ভারতে ফেরে। কোঝিকুদে বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিমানে ১৮৪ জন আরোহী ছিল। যাদের মধ্যে ১০ শিশু রয়েছে। দুই পাইলটসহ বিমানের ক্রু ছিলেন ৬ জন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। এতে অংশ নেয় জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা।

এয়ার ইন্ডিয়ার এএক্সিবি ১৩৪৪ ফ্লাইটের বিমানে করে করোনার কারণে দুবাইতে আটকা পড়া ব্যক্তিরা সরকারের ‘বন্দে ভারত মিশনের’ আওতায় দেশে ফিরছিলেন বলে জানা গেছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থার মহাপরিচালক বলেন, অতরণ করতে গিয়ে একটি উপত্যকায় আছড়ে পড়ে। ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যায় বলেও জানান তিনি।
/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close