দেশজুড়েপ্রধান শিরোনাম

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাস বিস্তার রোধে আগামীকাল সোমবার থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত যোগাযোগ ১৪ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে রোববার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত এক আলোচনা সভায় অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, করোনার বড় বিপর্যয় এড়াতে এখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদিও সরকারের ওপরের মহল থেকে এ সিদ্ধান্ত আসবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে ভারতের করোনার ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে কিনা এমন নিশ্চিত খবর আমাদের কাছে নেই। কিন্তু দেশে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট পাওয়ার কথা গণমাধ্যমেই জেনেছি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close