বিশ্বজুড়ে

ভারতে গোবর ছোড়াছুড়ির উৎসব ‘লা গোবরিনা’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্পেনের একটি ঐতিহ্যবাহী উৎসবের নাম ‘লা টোমাটিনা’। প্রতি বছর আগস্টের শেষ বুধবার দেশটির ভ্যালেন্সিয়ার বুনিউলে তরুণ-তরুণীরা জড়ো হয়ে টমেটো উৎসব করে। ঘণ্টা ব্যাপি এ উৎসবে তারা একে অন্যের দিকে টমেটো ছুঁড়ে মারে।

ভারতে ‘লা টমেটিনা’ উৎসবের আদলে চালু হয়েছে ‘লা গোবরিনা’। এতে টমেটোর বদলে তরুণেরা একে অন্যের দিকে গোবর ছুঁড়ে মারে!

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তামিলনাড়ুর গুমাতাপুরমে প্রতি বছর দিওয়ালির পর এই উৎসব অনুষ্ঠিত হয়। সেখানকার বীরেশ্বরার মন্দির এলাকায় আশেপাশের প্রায় তিন হাজার খাটাল থেকে গোবর এনে জড়ো করা হয়।

এরপর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে তরুণরা একে অন্যের দিকে গোবর ছুঁড়তে থাকে। এভাবেই ‘লা গোবরিনা’ উৎসবে মেতে ওঠে গুমাতাপুরম ও আশেপাশের এলাকার বাসিন্দারা।

সেখানকার মানুষের বিশ্বাস গায়ে গোবর মাখলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়।

Related Articles

Leave a Reply

Close
Close