দেশজুড়ে

ভারড়া ইউনিয়ন, সবুজ গ্রাম গড়তে নিজেরাই উদ্যোগ নিলেন!

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিবেদক: বিশ্বয়ানের যুগে পরিবেশ ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে শহর-গ্রাম সব খানেই। এমন উপলব্ধি থেকে নিজ গ্রামে সবুজ প্রকৃতিতে সমৃদ্ধ করতে বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচী নেন গ্রামের যুবকরা। গড়ে তুলেছেন  নিজ ইউনিয়নের নামে “স্বপ্নের ভারড়া ইউনিয়ন ” গড়ে তুলেছেন সংগঠন। সংগঠনের এমন সচেতন যুবকদের হাত ধরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন ব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচী’২০১৯ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( সৈয়দ ফায়েজুল ইসলাম।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলার ভারড়া ইউনিয়নবাসী এর সার্বিক সহযোগিতায় নাগরপুরের চৌবাড়িয়া ভারড়া পচাসারটিয়া প্রথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচী পালিত হয়। সংগঠনের ইউনিয়ন প্রতিনিধি মো. নাছির হাসান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবির ও ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার।

বৃক্ষ রোপণ কর্মসূচীর প্রথম ধাপে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে ফুল, ফল ও কাঠ গাছের ১৩৫ টি চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, যুবকদের এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। মাদকাসক্ত সন্ত্রাসী না হয়ে সকলকে সমাজ ও পরিবেশের কাজে এগিয়ে আসার আহবান জানান।

এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close