বিশ্বজুড়ে

ভিসা জালিয়াতির অভিযোগে কুয়েতে ৬ বাংলাদেশি আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুয়েতে ভিসা জালিয়াতির অভিযোগে ৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা গোয়েন্দারা। বুধবার (৪ ডিসেম্বর) দেশটির একটি বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল সিকিউরিটি রিলেশনস অ্যান্ড ইনফরমেশন বিভাগের বরাতে অনলাইন গণমাধ্যম কুয়েত লোকাল জানায়, সন্দেহের ভিত্তিতে বিমানবন্দরে প্রথমে তাদের আটক করা হয়। পরে অনুসন্ধানে এ জালিয়াত চক্রের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট এবং অনুমোদনের স্বাক্ষর সংক্রান্ত জাল কাগজপত্র উদ্ধার করা হয়।

পরে অধিকতর তদন্তের জন্য জালিয়াত চক্রটিকে দেশটির গোয়েন্দাদের হাতে তুলে দেয়া হয়েছে। সেই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close