দেশজুড়ে

ভুলের খেসারত, খুঁটিতেই প্রাণ গেল শ্রমিকের

ভোলা প্রতিবেদক: ভোলার দৌলতখান উপজেলায় বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রতন মিয়া (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(০৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতনের বাড়ি মানিকগঞ্জ জেলায়। সে ভোলা পল্লী বিদ্যূৎ সমিতির কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক।

স্থানীয় ও থানার তথ্য মতে, সকালে রতন বিদ্যুৎ লাইন মেরামতের জন্য খুঁটিতে উপরে উঠে। এ সময় ভুলবসত ওই লাইনটি চালু হয়ে যায়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপরেই মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

স্থানীয়রা আরও জানায়, একটি লাইন চালু করার পরিবর্তে ভুলবশত ওই লাইনটি চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপরেই নিহত হয় রতন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close