দেশজুড়েপ্রধান শিরোনাম

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু; ডাক্তারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিরাজগঞ্জে ‍ভুল চিকিৎসায় প্রসূতি রোগীর মৃত্যুর ঘটনায় ডা. এসএম সুমনুল হক সজীবকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) মৃত প্রসূতির স্বামী মনিরুল ইসলাম মোকাম-বিজ্ঞ সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হল, ডা. এসএম সুমনুল হক সজীব (৪০) কামারখন্দ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও)। এ মামলায় অন‌্য দুই আসামি হল- ল্যাব এইচ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাইফুল ইসলামের ছেলে মো. ফিরোজ (৩৮) ও ম্যানেজার মো. ফরিদুল ইসলাম (৩৫)।

নিহত প্রসুতি রাশিদা বেগম (৩০) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।

রাশিদা বেগমকে সদর উপজেলার কড্ডার মোড়ে ল্যাব এইচ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে সিজার অপারেশন করেন ডা. সমনুল হক। অপারেশনের ১৫ দিন পর রাশিদা বেগমের মৃত্যু হয়। ভুল অপারেশনের কারণেই প্রসুতির মৃত্যু হয়েছে বলে দাবি করেন মৃতের স্বামী মনিরুল ইসলাম।

মৃত রাশিদা বেগমের ভাই হাফিজুল শেখ জানান, বিভিন্ন হাসপাতালের চিকিৎসরা আমার বোনের পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, অপারেশনের সময় কিডনির একটি শিরা কেটে ফেলা হয়েছে। এতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে রোগী মারা গেছে।

মৃতের স্বামী মনিরুল ইসলাম অভিযোগ করেন, ‘ডা. সুমনুল হকের ভুল চিকিৎসার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আদালতে এ ঘটনায় মামলা করেছি। এখন ডাক্তারের দ্রুত গ্রেপ্তার কামনা করি ও প্রধানমন্ত্রীর কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ডা. এমএম সুমনুল হকের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। এসময় তিনি নিজেকে একজন সাংবাদিক দাবি করে অশালীন ভাষায় কথা বলেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ হোসেন সংবাদমাধ্যমে বলেন, ডা. সমনুল হক সজীবের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে নিউ এ্যাপোলো হাসপাতাল লাইসেন্স বিহীন চললে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close