বিশ্বজুড়েস্বাস্থ্য

ভুয়া চিকিৎসক করেছেন ১০ হাজার অপারেশন!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দশ বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন। এরই মধ্যে করেছেন ১০ হাজার অপারেশন। তবে এতোদিন পর জানা গেল চিকিৎসক হওয়ার জন্য তিনি যে এমবিবিএস ডিগ্রি নিয়েছিলেন তা আসল নয়। ভারতের উত্তর প্রদেশের ওম পাল শর্মা নামের ওই ভুয়া চিকিৎসককে অবশেষে আটক করেছে পুলিশ।

শাহারানপুরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওম পাল শর্মা ব্যাঙ্গালুরুর রাজেশ আর নামের এক চিকিৎসকের কাছ থেকে ভুয়া ডিগ্রি নিয়ে গত ১০ বছর ধরে চিকিৎসাসেবা চালিয়ে আসছিলেন।

অভিযুক্ত শর্মা কর্নাটক মেডিকেল কাউন্সিলে নিজের নাম নিবন্ধনও করিয়েছিলেন। পাশাপাশি তিনি একটি সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, ওই চিকিৎসক তার পরিচালিত নার্সিং হোমে অন্তত ৭০ হাজার অপারেশন করিয়েছেন।

প্রাথমিকভাবে এ বিষয়ে আর কোনো তথ্য জানা যায়নি উল্লেখ করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close