তথ্যপ্রযুক্তি

ভুয়া বন্ধু ও বার্তা দমনে ম্যাসেঞ্জারে চালু হলো ‘সেফগার্ড’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ম্যাসেঞ্জার অ্যাপে ভুয়া বন্ধু ও চটকদার বার্তা নিয়ন্ত্রণে ‘সেফগার্ড’ ফিচার এনেছে ফেসবুক। এরইমধ্যে এই ফিচার অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্টে চালু হয়েছে। অ্যানড্রয়েড ও আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীরা পর্যায়ক্রমে ম্যাসেঞ্জারে এই সুবিধা পাবেন।

ফেসবুক জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ম্যালসিয়াস বা ক্ষতিকারক লিংক পাঠানো রোধে ম্যাসেঞ্জারকে প্রস্তুত করা হয়েছে। এছাড়া ফেসবুকে খোলা অ্যাকাউন্টগুলোকে স্ক্যান করা হবে; যাতে বিপজ্জনক ব্যবহারকারীদের গতিবিধি, স্বয়ংক্রিয় মেশিন লার্নিং, সন্দেহজনক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষতিকর কার্যক্রম সনাক্ত করে ব্যবস্থা নেয়া যায়।

অস্বাভাবিক কোনো কিছু স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়লে ম্যাসেঞ্জার অ্যাপে পপ আপের মাধ্যমে নোটিশ দিয়ে ভুক্তভোগী ব্যবহারকারীকে সতর্ক করে দেয়া হবে। এতে সন্দেহজনক ব্যবহারকারীদের এড়িয়ে যাওয়া সহজ হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close